আশায় যেখানে, দিকশূণ্যপূর
আশায় যেখানে, “দিকশূণ্যপুর”!
শহর ছেড়ে, অনেকদূরে আছে বসে।
আমি থাকি এখানে,
সাধ হয়েছে, আবার সেখানে যেতে।
দৃষ্টিপাত, ছড়িয়ে আছে ‘অদ্ভুৎ’!
হারিয়ে গিয়েছি, খুঁজে কেউ আর না পাক,
‘হরিণ -দৃশ্যেরা’, এখানে, ওখানে লুকিয়ে,
কে’না চায়, সেখানে দিতে দোল?
মহুয়ার গন্ধ, চিনে নিয়েছে মন,
হৃদয়ে, পলাশ, শিমূলের রঙ!
মজে থাকা, নিবু, নিবু চোখ,
জেগে ওঠে, শাখা ধরে ঝুঁটি নাড়ে সারাদিন।
Subscribe
Login
0 Comments
Oldest