আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়মাসে বাদল ঝরে,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে,
অজয়নদে আজ এসেছে বান,
নদীনালা আর খেতমাঠ,
জলে থই থই পথ ঘাট,
একতারাতে বাউল গাহে গান।
আকাশপারে মেঘ জমেছে,
চারদিকে আঁধার ছেয়েছে,
মেঘ ডাকে ঐ গুরু গম্ভীর স্বরে,
নদীর পারে বাঁধ ভেঙেছে,
গাঁয়ের পথে জল ঢুকেছে,
জল ঢুকেছে গাঁয়ে সবার ঘরে।
জল জমেছে পথের ধারে
কাজলা দিঘি পুকুর পাড়ে,
হাঁসগুলি ভিজছে বৃষ্টির জলে,
আষাঢ় মাসে বাদল ঝরে,
মুষল ধারায় বৃষ্টি পড়ে,
মাথায় ছাতি কৃষক মাঠে চলে।
Subscribe
Login
0 Comments
Oldest