ইচ্ছেগুলো
আমার বৃষ্টি বেলার গান
বুকে জমছে পিছুটান।
ইচ্ছে করে ভাঙাই তোমার
সহজ অভিমান।
তোমার বুকে ভীষণ জ্বর
কেউ ভাঙলো বুঝি ঘর!
ইচ্ছেগুলো পথ হারিয়ে
করলো নাকি পর!
Subscribe
Login
0 Comments
Oldest