উদাসী মেঘবাউল
উদাসী মেঘবাউল
বিমল মণ্ডল
আকাশের গায়ে বৃষ্টির দাগ লাগলে
উদাসী মেঘ সুর তুলে তারে
ডোবানো ঘর জল সঙ্গমে
অনবরত কামনায় কাতর
সকাল টপকে আবারও সকাল হলে
অর্ধেক সূর্য অতীতের গল্প বলে।
ভেজা দুপুরে মেঘ ভিজে যায়
বাতাসের গায়ে গায়ে কঠিন জ্বর
শান্ত পাখিরা কঠিন ব্যথায় বাসায় ফিরলেও
বিপন্ন ঝড়ে সংসার শূন্যতায় বিলাপ যাপন।
সময়ের মাঝে অভিমান জমে
প্রকৃত মেঘ- আকাশ – বাতাস মাখানো খেলায়
সংগোপনের সুর তোলে
হারিয়ে যাওয়া উদাসী মেঘবাউল।
Subscribe
Login
0 Comments
Oldest