উদ্বাস্তু জীবন
উদ্বাস্তু জীবন
—-রুদ্র কাওসার
পৃথিবী নামের ছোট্ট এই গ্রহে,
যে মানুষের নামে একখণ্ড মাটি নেই,
সেই কেবল জানে,
উদবাস্তু জীবনের অভিধানে,
কি দুঃসহ যন্ত্রণার পাহাড় জমে আছে,
এ বুকের গহীন অন্ধকারে!
তপ্ত হৃদয়ে ভেসে বেড়ায়,
বর্ণিল মাটির স্বপ্নিল রঙ!
দুর পাহাড় থেকে নেমে আসে, নির্ঝরের কলকল অবিরাম গান!
আকুল প্রাণে সহসা বেজে ওঠে৷ নিঃস্বতার বেদনা বিধুরে,
আশাহীন চোখের গভীরে,
জমে উঠেছে,কতটা ক্লান্তির ঘাম!
চুঁয়ে পড়েছে তোমার সৃষ্টির বুকে- কতদিনের ব্যকুলতা নিয়ে,তোমার দুয়ারে ভাসিয়ে দিয়েছি,জীবনের অস্তিত্বের জলতরঙ্গ!কত দিন কত রাতের সহচর হয়ে, তোমাকে ডেকেছি নিরবে নিভৃতে!আজও বিদেশ ভুয়ে বসে, জন্মভূমিতে স্বপ্নের ফসল কামনা করি!কখনো কল্পনায়,কখনো স্বপ্নের রঙে, কখনো আনমনে!বেয়ে চলি আশা নামের অদৃশ্য তরী!কখনো যদি এই পথের শেষে,
আলো এসে ধরা দেয় পথিকের ঘরে!