উন্নয়নের পাইপে এখন দুর্নীতির মহাছিদ্র।
সংবাদ শিরোনাম:
”অর্থনীতির কবি আবুল বারাকাত
গতকাল জানিয়ে দিলেন সাফ-
উন্নয়নের পাইপে এখন দুর্নীতির মহাছিদ্র”।
যে ছিদ্রপথে বেড়িয়ে যাচ্ছে
উন্নয়নের সকল সম্ভাবনা।
লাগামহীন দু্র্নীতিতে ওষ্ঠাগত
উন্নয়ন যেন দুর্নীতির মহামারি।
রডের পরিবর্তে বাঁশ
টক অব দ্য টাউন এতদিন
মুখরিত ছিল আমাদের চারপাশ।
একের পর এক থলের বিড়াল
যখন বেড়িয়ে পড়ছিল বেশ,
‘বালিশ-পর্দার দুর্নীতির কাহিনি’
কাটতে না কাটতেই এর রেশ
হতভম্ব জাতি- হতাশার মহাগহ্বরে দেশ।
দুর্নীতির মহাভান্ড,
পাদ-প্রদীপের আলোয়
চলে এলো আরেক ভেলকি
শোভন-রাব্বানি কান্ড।
দুর্নীতির পথে রাজনীতিবিদ-আমলারা,
হাতে হাত মিলিয়ে একাকার
ভেঙ্গে পড়ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো
সমন্বয়হীনতায় আইন
বিচার ও নির্বাহী বিভাগ।
উন্নয়ন বৈষম্য প্রকট,
সৃষ্টি হতে পারে মহা সংকট।
তাই এখনই ভাবার সময়,
কোন পথে দেশ।
চাই স্বচ্ছ জবাবদিহিতা
এবং কার্য্কর নির্দেশ।
সড়ক নির্মাণে সবচেয়ে বেশী ব্যয় এদেশের।
একহাজার টাকায় যা করা সম্ভব,
দশ হাজার টাকা ব্যয় করেও
আমরাই তাকে করে তুলেছি অসম্ভব।
এদেশ কব্জা হয়ে গেছে দুর্নীতির মহা খপ্পরে
এভাবে চলতে থাকলে আমরা একদিন
হারিয়ে যাবো অসম্ভবের অতল গহ্বরে।