উপলব্ধি
কি পেয়েছি আমি জানিনা।
বোধগম্যতার অধিক কোনো কিছু।
কেমন ভালোবাসি?
কতটুকু প্রেম তোমার প্রতি?
এই প্রশ্নগুলোর সমাধান আমি নিজেও জানি না।
প্রনয়ের বন্ধনে আবদ্ধ আমাদের ভবিষ্যৎ জীবন।
আমি এমনি প্রতীক্ষমাণ।
অতুলনীয়া তুমি, আমার অফুরন্ত অভিমানের অবসানের কারন।
এমনি একজন যাকে ছাড়া আমি বোধহয় অসম্পূর্ণ।
জেগে থাকা কল্পনীয় উপাখ্যানে তুমি অতিমানবী।
আমি এমনি একজন চাই
যে এমনি থাকবে আমার অসমাপ্ত কাব্যের চরিত্র হয়ে।
প্রতিক্ষনে তোমাকে চাই প্রিয়তম, আমার হৃদয় মাঝে।
Subscribe
Login
0 Comments
Oldest