ঋণী
ঋণী
বিমল মণ্ডল
আমি শুধু ভাবি —
এই সমাজ,এই রাষ্ট্র
কতটা শব্দের কাছে ঋণী
তবু্ও ওঁরা যেন কেমন…
লোভ-লালসা,কামনা – বাসনা — এসব কিছুই ঘিরে
নতুন আলো ছুঁয়ে যায়
সেই আলোতে লাল রক্তের এক একটা অক্ষর
আমাকে চিনিয়ে দেয়
এখুনি অন্ধকার নেমে আসবে
শব্দ চুরি হবে
প্রতিটি হাতের কাছে; সযত্নে ঋণী।
Subscribe
Login
0 Comments
Oldest