এই প্রকৃতির মুক্তি
মন বলে তুই দূরে চলে যারে
এই ঘর ছেড়ে এই বন ছেড়ে,
আমিতো পাখি না উড়ে চলে যাই
এ প্রকৃতি তুই হে মুক্তি দেরে।
এই ঘরে নাই বাবা-মা-যে কেউ
রক্তের নেই আমার স্বজন,
একাকি পথিক দুর্বল দেখে
ভণ্ডরা মিলে হলো ব্যঞ্জন।
বাইরে চলার দূষিত বায়ুতে
ডুবে ডুবে খাই দশটি বছর,
এখনো গজেনা আমার ডানাটি
কাটেনি আমার শনির নজর।
এই গাছগাছা এই তৃণভূমি
এই সমাজের মানুষের কথা,
তোর সকালেই জানিস ভালোই
আঘাত না করে আঘাতেই গাঁথা।
সোজা হয়ে যেন দাড়াতেই তারা
দেয়নি কখনো এ মেরুদন্ড,
এই যে প্রকৃতি তোকে ভালবাসি
ভালোবাসি না যে বাক বিতণ্ড।
Subscribe
Login
0 Comments
Oldest