মাঝরাতের চিতা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার ভারত আজ আধুনিক,
তবু জাতের সীমানা প্রকট;
রক্তের স্বাদ নেওয়ার সময়,
ভুলে যায় ব্রাক্ষন-দলিত বিভ্রাট ৷
জাতের বিচারে ছুঁইনা ছাওয়া,
তবু চোখ লকলক করে;
ফুলের কুড়িও, হারিয়ে যায়
কেবলই অকালে ঝরে পড়ে ৷
বিরামহীন বয়ে চলা যন্ত্রণা,
এগিয়ে চলে গোঙানির আওয়াজে;
ছটফটানি মৃত্যু আর উল্লাস,
সমস্থান পায়, আজকের সভ্য সমাজে ৷
স্থান কাল পরিবর্তে আবারও,
বিভীষিকা, ফিরে ফিরে আসে;
দিল্লি, কামদুনি থেকে উন্নাও হয়ে,
হায়দ্রাবাদ আর হাথরসে ৷
আবারও কোনো অখ্যাত ব্রীজের নিচে,
অর্ধদগ্ধ মাংসপিন্ড হয়ে;
পেট্রল কেরোসিনের গন্ধে ভরা,
কোল খালিকরা, মায়ের-মেয়ে ৷
মাঝরাতের চিতায় দলিত স্বপ্ন,
হারিয়ে যায় কালো ধোঁয়া হয়ে;
শুধু বেঁচে থাকে আগামীর-ধর্ষক;
আর চোখবাঁধা দাড়িপাল্লা,
নিঃশব্দ লেনদেন হয়ে ৷৷

0

Publication author

offline 1 year

সুজিত

2
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে