একঘেয়েমি
একঘেয়েমি
– ভাস্কর পাল
রোজ ঘুম ভাঙলে, আকাশে কেন চাঁদ দেখি না!
দিনের শেষে রোজ কেন আলো ফোটে না?
এই একঘেয়েমি আর যে আমার ভালো লাগে না।
নতুন রঙে কেন যে সব শুরু হয় না!
একঘেয়েমির রেশটাকে ভাসিয়ে দিয়ে আকাশেতে,
নতুন করে গড়বো জীবন, নতুন গানের ছন্দে।
রোজই কেমন দিন কেটে যায়,
করবো ভেবে হয় না করা।।
একঘেয়েমির রেশটাকে তবুও যে যায় না ভোলা।
ঘুম ভাঙলেই উঠতে হবে,
নিত্য দিনের রুটিন মতোই
আবার যে সব শুরু হবে।
যতই ভাবি নতুন জিনিস করবো আমি যেই,
একঘেয়েমির চিন্তা ভাবনা আসে মাথায় সেই।।
Subscribe
Login
0 Comments
Oldest