একটি কথা বলার ছিল
একটি কথা বলার ছিল
ফুলের সাথে
গভীর রাতে নক্ষত্রের আলোয়।
একটি কথা বলার ছিল
মেঘের সাথে
আকাশ থেকে আকাশের আড়ালে।
একটি কথা বলার ছিল
পাহাড়ের সাথে
চোখের বিছানায় পালক সাজিয়ে।
কি কথা বলতে চেয়েছি!
কি বা তাহা হারিয়েছি
নীল প্রান্তরের তিলোত্তমা নগরীতে।
সেই কথাটি আজও মনে আসে না
জানিনা কেন্ এমন হলো
ভেবে পায়না মন!
তুমি দূরে গেছো
ভুলে গেছো অতীত চিঠি
অন্য পৃথিবীর অপ্সরা নারী হয়ে
পৃথিবীর মানুষকে ভুলিয়েছো ভালোবাসায়।
হারিয়ে ফেলেছি নিজের চেনা পথ
শতাব্দী জাগে রাত্রি ঘনায়
বিরহ চোখ মেলে বন্ধ জানালা খুলে।
হৃদয়ে শুরু হয় ক্ষয় হয়
চোখের জল শুকিয়ে যায়
আলো নিভে আসে জীবনে
গভীর রাতে মৃত্যু এসে ডাকে আমারে
লাল পাহাড়ের উঁচু দেশে।