একটি লাল চিঠির কাহিনী
লাল মৃত্যু ডেকেছে আঘাতে আঘাতে
আজ তোমরা সবাই চির ঘুমে।।
এসেছে খবর লাল চিঠির পাতায়
সবাই কেমন বাড়ছে নীরবে ,
কালো পেন্সিলের রঙে
অঙ্কিত হচ্ছে কত নতুন শহর।।
আমরা বুঝবো না পৃথিবীকে এ জন্মে
আরো একটা নতুন পৃথিবীর পত্তন ঘটবে
নক্ষত্র থেকে ছিটকে এসে –
আকাশ-বাতাস-মরু-পাহাড় কতটা জায়গা নেবে
নতুন পৃথিবীর মানচিত্রে !!
আমি বরং ঝরা পাতার কথা লিখি
আর লিখলাম না গোলাপের কাহিনী ,
একটি লাল চিঠির কাহিনী
নর মন্দিরের চিলেকোঠায় ভিজে মরে।
জীর্ণ হাতে কলম ধরে
অক্ষর কি ক্ষমতা দিতে পারে ?
হ্যাঁ হয়তো বেশ পারে
সাদা পৃষ্ঠা লাল করতে
ল্যাম্পপোস্টের নীল আলোতে।।
Subscribe
Login
0 Comments
Oldest