একটি সমাজ থেকে উঠে এসে
একটি সমাজ থেকে উঠে এসে
এখানে দাঁড়িয়েছি আমি
ব্যর্থ সীমানার প্রান্তরে ;
মানুষের ভিড়ে মানুষ উঠে দাঁড়ায়
সেখানে থেকে মানুষই বাঁচে
আবার মানুষের হারায় অনায়াসে।
মানচিত্র: জীর্ণ পৃথিবীর মানচিত্রে
এখানেই ব্যর্থ মানুষেরা বসবাস করে
দুঃখে- অবহেলায়- বেদনায়।
আমি বরং ব্যর্থ মানুষের কথা লিখি
আমার পুরানো কাগজের পাতায়
হয়তো তাঁরা পাবে না কোনো অধিকার
তবুও লিখছি ব্যর্থ হৃদয় থেকে।
আমি দেখলাম একটি ব্যর্থ সমাজ থেকে উঠে
এসে , কয়েকটি মানুষ পেয়ে গেল অধিকার
কিন্তু তাঁরা পেল না কোনো অধিকার।
শিরায় শুধু বিশুদ্ধ রক্ত প্রবহমান
আমার লিখিত সাদা কাগজের পাতায়।
হৃদয়ের তীব্র গর্জন প্রকৃতির মেরুদণ্ডে
যারা হারিয়েছে পথ আমার সীমানাতে
তাঁরা খুঁজেছি নতুন কোনো পথ।