একটু ঢিলে দে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একটু ঢিলে দে
হাকিকুর রহমান

হায়রে পোড়া কপাল!
তুইতো বড্ড হতচ্ছাড়া-
বেঁধেছিস তো কোন সে অদৃশ্য শেকল দিয়ে,
আমি যতই প্রাণান্তকর প্রচেষ্টা করিনা কেন
ছিঁড়ে মুক্ত হতে-
ততই তুই আষ্টেপিষ্টে বেঁধে রাখিস।

পাজি তুই, জীবনেও কি দিবিনা
আমাকে একটু স্বস্তি,
যে বুক ভরে শ্বাস নেবো, খোলা হাওয়ায়?
দ্বারটাকে কি অবরুদ্ধ রেখে দিবি চিরতরে?

বুঝেছি- ছেড়ে তো যাবিনে কোন কালেই,
সেটা জানি-
তো মুরোদ থাকে তো,
একটুখানি শেকলটাকে ঢিলে দে-
একটু হেঁটে আসি ভাবনাগুলোর চত্বর থেকে,
প্রশান্তির নিঃশ্বাস ফেলে।

বহুদিন যাওয়া হয়নি সেখানে,
ধুলো ময়লা জমেছে অপদচারণায়।

বিশ্বাস কর, পালিয়ে যাবনা,
রয়েছিই তো শৃঙ্খলে আবদ্ধ-
মিনতি এইটুকু,
একটু ঢিলে দে।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।