একতরফা প্রেম
নাইবা ভালোবাসলে আমায়,
নাইবা মনে রাখলে আমায়,
আমি মনে রেখেছি তোমাকে,
একতরফা;
অপেক্ষা করেছি – একতরফা;
কষ্ট পেয়েছি – একতরফা;
বদনামী হয়েছি – একতরফা;
মেনে নিয়েছি – একতরফা ।
দীর্ঘ একুশ বছর ধরে প্রেম করেছি – একতরফা;
আরও একুশ শতক ধরে করবো, প্রেম
একতরফা ।
ফেলে আসা বসন্তের ফুরফুরে হাওয়ায় – একতরফা;
পড়ন্ত বিকেলে লেজ ঝোলা পাখির মতো শিস দিতে দিতে,
একতরফা;
গ্রামের রাস্তার বাঁকে লাল শিমূলের বিছানো চাদরে,
একতরফা;
নরম বর্ষায় গা ভিজিয়ে,
একতরফা;
সমুদ্র তীরে পায়ের নিচ থেকে বালু সরে যেতে যেতে,
একতরফা;
সন্ধ্যারতীতে প্রদীপের আলোয়,
একতরফা;
পূর্ণিমার রাতে জোৎস্না গায়ে মেখে একলা ছাদে,
তবুও একতরফা।
সজীব, প্রানবন্ত তোমার উপস্থিতি;
তুমি কিনা বলছো বিচ্ছেদ !
সে তো, তোমার ;
আমার কেউ নয় ।