এক’যে ছিল রাজকন্যা।
বৃষ্টি, আমায়,
দেয় সাজিয়ে,
নিরবতার,
ডালিখানি।
রিমঝিমিয়ে,
সুর তুলেছে,
পুরনো এক,
গল্পখানি।
কথাগুলো
অনেক সহজ,
যদি তুমি
মনে ক’র,
শেষের কথা,
কেন আনো?
জটিল তখন,
হয় গল্প।
চাইনা আমি
এমন’তর,
বৃষ্টি পড়ুক
সারাজীবন।
ডালি ভরা,
নিরবতায়
রাজকন্যা,
এক যে ছিল।
Subscribe
Login
0 Comments
Oldest