বন্ধুত্ব না প্রেম চাই?

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বন্ধুত্ব না প্রেম!!

বন্ধুত্ব গড়ে তুলুন, প্রেম-ভালবাসা নয়,
প্রেম বিনাশশীল এবং বন্ধুত্ব চিরন্তন।

বন্ধুত্ব একটা সম্পর্ক,
যার সাথে ভালো-মন্দ, স্বার্থ, ইচ্ছা, চিন্তা,
অথবা সুখ-দুঃখ, লক্ষ্য-উদ্দেশ্য ভাগাভাগি করা যায়।

বন্ধুত্ব একটা সম্পর্ক,
ভাল এবং খারাপ সময়ে আপনাকে সমর্থন করে,
আপনাকে এবং আপনার মতামতকে সম্মান করে।

বন্ধু হতে হবে সেই জন,
যে সৎ, বিশ্বস্ত ও লিপ্সাহীন।
যে আপনার সুখ-দুঃখ এবং মঙ্গল কে লালন করে বা করবে,
যে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে বা শুনবে!

বন্ধু হতে হবে সেই জন,
যে আপনার ভুলকে সম্মান করে ভালো কিছু শেখায়।
যে আপনার কৃতিত্ব, অর্জন এবং আনন্দ উদযাপন করে।

বন্ধুত্ব হল পারস্পরিক বোঝাপড়া,
পারস্পরিক প্রচেষ্টা এবং অঙ্গীকারের আধার।

বন্ধুত্ব শুধু তাই নয়-
কেবল সময় কাটাতে উপভোগ করা।

বন্ধু, এমন কেউ হতে হবে,
যার উপর নির্ভর করাযায়।
আপনার গভীরতম চিন্তাভাবনা এবং অনুভূতিকে,
কী ভাবে সম্মান করতে হয় তা সে জানে।
যাকে আপনি বিশ্বাস করতে পারেন।
যাকে আপনি ভরষা করতে পারেন।
……………অদম্য পথিক।

0

Publication author

offline 2 months

অদম্য পথিক

0
আমি লেখা-লেখি শুরু করেছিলাম ছাত্র জীবন ((ক্লাশ-৮) থেকে। কিন্তু, পারিবারিক আর্থিক সমাধান করতে গিয়ে বিএ পাস করার পর লেখা-লেখি করা আর হয়নাই। তবে কর্ম ক্ষেত্রে স্বরচিত ও বিভন্ন কবিদের কবিতা আবৃতির চর্চা করি। এ বয়সে এসে তা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছি।
Comments: 0Publics: 2Registration: 22-02-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে