আত্মপ্রকাশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি বলিনি আসবো না তোমার ঘরে
ভয় শুধু মনেরই অগোচরে
কত গুণগ্রাহী নারী তোমার গুণগান করে
আমি হিংসায় জ্বলি অন্দরে
যদি হারিয়ে যাও কোনো অচেনা বন্দরে
সেই ভাবনায় ডুবি দ্বিপ্রহরে।
আমি বলিনি ভালোবাসি না তোমায় অন্তরে
কবি বিশ্বাস করো অকাতরে
ইচ্ছা করে অবিরত রাখি বুকেরই পাঁজরে
মনোলোভা এই নিখিল চরাচরে
তোমার কপোলে আলপনা আঁকি রঞ্জিত অধরে
পাগল করি আদরে আদরে।
আমি বলিনি যেও না ললনাদের কাব্যাসরে
বোলো না কথা মধুস্বরে
তবুও অজানা আশঙ্কায় শিলাবৃষ্টি হৃৎপদ্মে ঝরে
এই বুঝি হারালাম চিরতরে
দূর থেকে তাই ভালোবাসি তোমাকে অবসরে
দু’মেরুতে থাকি দু’জন অনাদরে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে