একুশে ফেব্রুয়ারি
একুশ তোমার গল্প শুনছে ,
কান্না ভেজা ঘাস
ভাইয়ের রক্তে রাঙ্গানো আমার
বাংলার ইতিহাস ।
বুক চিরে ওরা দিয়েছিল রক্ত ,
ঝরেছিল কত তাজা প্রাণ
সন্তান হারা মায়ের অশ্রুতে সিক্ত –
বাংলা ভাষার প্রাঙ্গন ।
ঢাকার রাজপথে সেদিন বাংলা ভাষার জন্য
সালাম , বরকত , সফিউল
পায়ে পা মিলিয়ে মিছিল এগোল , চললো গুলি –
পৃথিবী দেখলো এক রক্তস্নাত মুক্তিযুদ্ধের সকাল ।
একুশ তোমার চোখে আগুন
শিমূল পলাশ নেশা……
মাটির বুকটা স্যাঁতস্যাতে আজও
বাংলা রাষ্ট্রভাষা ।
একুশ তুমি স্বাধীনতা , শহীদের রক্তে ভেজা ঘাস
শেখ মুজিবর , তোমার জন্য একটা কবিতা ।
যদিও বা সূর্যোদয় টা রক্তস্নাত ।
প্রভাতফেরীর আলোয়
যদি আজ একুশে ফেব্রুয়ারি হয়
ভাইয়ের রক্তে রাঙ্গানো উঠান-
গর্বিত বাঙ্গালী আমি ।
তবে বাংলা কী ভুলতে পারি !
একুশ তুমি রক্তে ভেজা –
আগুন পাখির চোখ ,
রক্ত নয় , বাংলা ভাষার ভালোবাসায় –
কৃষ্ণচূড়ার আবীর রঙে ফাগুনের বুকে –
আবার বসন্ত আসুক
একুশ তুমি রক্তধারা , বাংলা আমার প্রতীক
হোক বাঙালী বিশ্বময় বাংলা আন্তর্জাতিক ।
ধর্ম নিয়ে আজ আমরা যতই হানাহানি করি,
মনে রেখো বন্ধু , ভাইয়ের রক্তে রাঙ্গানো আমার
একুশের তরবারি ।
যুদ্ধ নয় , অশ্রুজলে –
আজ একুশে ফেব্রুয়ারি ।