এক শ্রাবণ দিনে – অসীম চক্রবর্ত্তী
আজি এমনো শ্রাবণে মুদিত নয়নে
চাহিযে ভিজিতে ধারায়
বরিষণও আজি ঝরিয়া ভুবনে
খুঁজিয়া তোমারে বেড়ায়।
ঝিরিঝিরি ধারা বধু দিশেহারা
ভিজিছে নমন ধারায়
পুলকিত সনে খুঁজিয়া ভুবনে
দুহাত তোমারে বাড়ায়।
শনশনে হাওয়া শুরু নাও বাওয়া
ভিজে আজ বরিষণ বারিতে
তরীখানি কুলেতে নদী মাঝে ভিজিতে
মাঝি ডাকে তরী ভরিতে।
দূরে মাঠে চাষী মুখে ফেরে হাসি
জল ভরে আউশের ক্ষেতে
মোরে ডাকে ইশারায় ঐ মাঠে কিনারায়
যেন ভিজে উঠি আজ মেতে।
কলরবে শালিকে ভিজে ভারি পুলকে
মনে দেয় খালি মোরে সাড়া
চাহে দেহ ভিজিতে রেখে তোর বাহুতে
আজি মোর নাহি কোন তাড়া।।
Subscribe
Login
0 Comments
Oldest