এত ডাকা ডাকি কেন?
এত ডাকা ডাকি কেন?
এত ডাকা ডাকি কেন!
আমি তো রয়েছি সম্মুখ জুড়ে সকাল, দুপুর, রাত।
উঠোন পেরিয়ে ঝোপঝাড়ে বনফুলের মত,
গন্ধ ছাড়া,আদর ছাড়া অচেনার মতন!
তবুও ,এত ডাকা ডাকি কেন?
ছেঁড়া জামা,জুতো সেই নিত্যদিনের সাজ..
সময় খেয়ে পড়ে আছি চিরকাল ।
ভাঙা সিঁড়ির চিলেকোঠার মতো..
তারপরও, এত ডাকা ডাকি কেন?
তোমাদের,সেই নিমফুল বিলাসিতার চেয়ে..
সবাই চেয়ে থাকো, সবার পায়ের দিকে ।
কী, জানি কী ভয় !
তোমাদের, অলিগলি গিলে খাচ্ছে সময় অ-সময়ে।
তার চেয়ে..
আমার রোদে পোড়া দাগ ভরা যৌবন ঢের ভালো
সেলাই খোলা জামা, জুতো জট পাকানো চুলে..
অনেক বনফুল গন্ধ ছড়িয়ে হাসে।
ডাকা ডাকি তোমাদের আজীবনের সঙ্গী।
উঠতে ডাকো,বসতে ডাকো..
ডাকা ডাকি তে তোমাদের জীবন শেষ হয়ে যায়!
থাকো একটু গন্ধ নিয়ে..
নদীর মত শান্ত হয়ে..
চেয়ে দেখো ..
ঘরের ফুল পথের শোভা বাড়ায় না..
#মন_সায়রের_পাড়ে