পিছে কেউ মন্দ বলে!

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পিছে কেউ মন্দ বলে!

 

মাঝেমাঝে মনে হয়!

জীবনের যাবতীয় কার্যকলাপ বুঝি শেষ।

এবার,মনের জমাট বাঁধা কথা গুলো বলে ফেলবো..

ঠিক তখনই, মনে হয়!

বার বার একই কথা মনে হয়

যদি,পিছে কেউ মন্দ বলে।

 

একসময় পর মনে হয়!

ভালোবাসা-বাসির সীমানা পেরিয়ে বোধহয় চলে এসেছি!

যত অতীত ভুলে আমি সন্যাসী হয়েছি।

ঠিক তখনই, মনে হয়..

আমার ভেগ ধরা দেখে কেউ বুঝি হাসে,

অতীত ভুলতে সন্যাসী হয়েও মনে হয়

যদি,পিছে কেউ কিছু বলে!

 

যাদের আমি চিনি না, যাদের আমি দেখলাম না কখনো?

তাদের জন্য আমার ঘুম পাখি খাঁচা ছাড়া।

মাঝেমাঝে মনে হয়..

চোখ,মুখ বন্ধ করে মরার মত হয়ে বলে ফেলি..

বলে ফলি, করে ফেলি যা কিছু ছিল বাকি!

কিন্তু, ঘুমের মধ্যে অস্বস্তিকর স্বপ্নের মতন,

মনে হয় , যদি পিছে কেউ কিছু বলে!

 

হঠাৎ,হঠাৎ কোন রাতে ঘুম ভাঙলে..

যখন,ছাদের উপর দাঁড়িয়ে আকাশ দেখি!

নিজেকে কিট পতঙ্গ মনে হয়..

তাঁরা গুলো যেন হাসে আমার ব্যার্থতায়।

মনে জোর এনে সব তুচ্ছতাচ্ছিল্য ভেবে,

মুখ খোলার আগেই মনে হয়..

যদি, পিছে কেউ কিছু ভাবে!

 

একদিন,বৃষ্টিতে ভিজতে ভিজতে ভাবি ..

জমাট বাঁধা কথারা যদি এমন অঝর ধারায় বৃষ্টি হত!

তাহলে আমার মত বহু ভেগ ধরা মানুষ গুলো শান্তির ঘুম ফিরে পেত।

মরে যাওয়া ইচ্ছে গুলো, কুড়িয়ে পাওয়া স্বপ্ন গুলো

আবার বেঁচে উঠতো..

কিন্তু, হঠাৎ করেই আবার মনে হয়!

আমার ভাবনার কথা শুনে ,

যদি , পিছে কেউ অট্টহাসিতে ফেটে পড়ে!

 

পিছে দেখতে দেখতে ..

আমার আর সামনে দেখা হয় না!

মরে যাওয়া ইচ্ছে, স্বপ্নেরা আর মাথা তুলতে পারে না..

 

 

#মন_সায়রের_পাড়ে

 

 

0

Publication author

1
"এ শহরের বুকের মধ্যে ইটের ভাটা।
মিহি রোদ্দুর ছিনিয়ে নেয় প্রান।।"

~ মন সায়রে..
Comments: 0Publics: 35Registration: 21-08-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে