এ যেন বৃষ্টিবিহীন শ্রাবণ
এ যেন বৃষ্টিবিহীন শ্রাবণ-
যেমন তোমার চোখ আছে কিন্তু অপাঙ্গ দৃষ্টি নেই,
ভ্রু আছে কিন্তু তাতে ভ্রুক্ষেপ বা ভঙ্গিমা নেই,
মুখ আছে কিন্তু তাতে হাসি নেই
মিষ্টি কোনো কথা নেই,
ঠোঁট আছে কিন্তু তাতে কম্পন নেই,
মন আছে কিন্তু তাতে কোনো মায়া নেই,
হৃদয় আছে কিন্তু তাতে কোনো দয়া নেই,
দেহ আছে কিন্তু তার দহলিজে
দরবারি কানাড়ার কোনো বৈঠক নেই,
বা সহজ কথায়- তনু আছে কিন্তু তাতে
অতনুর আকাঙ্ক্ষা নেই-
এ কেমন তুমি- কেমন?
এ যেন বৃষ্টিবিহীন শ্রাবণ!
© শুকদেব চন্দ্র মজুমদার
২৬-০৭-২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest