ঐতিহ্য
এক প্রভাতে
শহরটার অলি, গলি ঘুরে
নরম শালুক পাতায় হাত রেখে,
পুরনো বাড়ির মাথায়
পায়রাদের ঘুরে বেড়ানো
আর হাততালি কুড়িয়ে
চলে এলাম অন্য শহরে।
এ শহর, ও শহর
এক হতে দিইনি কখনো,
এ শহরে বেঁচে থাকা
আর কিছুই নয়
ওই শহরে এখনও হেঁটে বেড়ানো।
ওই শহরে শালুক পাতায় কচুরী বিছানো
আর কিছুই নয়
দুটো খেয়ে পড়ে বেঁচে থাকা ব্যাস!
কুড়োতে যাব একদিন
ও শহরে হাত ধরাধরি।
এ শহরে এখন বড্ড নাজেহাল
ও শহরে কাকে যেন ছেড়ে এসেছি তখন।
Subscribe
Login
0 Comments
Oldest