ওদের মত
ওদের মত
তোমার ব্যস্ত শহরে,
এত মানুষের ভিড়ে –
হারিয়ে গেছি সমতায়,
ওদের মত আমিও-
তোমার কথা ভাবি,
দিনে রাতে স্বপ্নে!
খেয়ালে কল্পনায় তপস্যায়,
কেবলই তোমার মুখ,
ভেসে উঠে মনে —
পথহারা পথিক এপথে,
আজও বসে আছে —
স্বপ্ন তোমার প্রতিক্ষায়!
তুমি ফিরে আসবে,
সেই কামনায় আজও–
পালংকী’র এই বন্দরে,
কত কল্পনার তরী-
নোঙর ফেলে তারা,
ভুলে যাওয়া অতীতে –
ফিরে যায় বার বার!
কল্প নামের অসীমে,
সীমাহীন বিস্তীর্ন প্রান্তরে-
নিজেকে হারিয়ে আজ,
নিঃস্ব নগরের দ্বারে-
তোমাকেই খুঁজে চলেছি,
সহস্র কোটি বছর!
Subscribe
Login
0 Comments
Oldest