কঙ্কিনি
কঙ্কিনি
হাকিকুর রহমান
জলে ভাসিলো কাহার সিঁদুর
ভাঙ্গিলো কাহার কঙ্কিনি,
নিমেষে ভাঙ্গিলো বাঁধনের বেড়ী
বিরহ হইলো সঙ্গীনি।
অপলোকে চাহে নীলিমার পানে
নিদ্রা রহিলোনা আর রাতে,
ধরিবেনা কেহ হস্ত দু’খানি
শুন্য আঙ্গন হেরিবে প্রতি প্রাতে।
দন্ডায়মান হইবেনা কেহ আর
সমুখে আসিয়া সন্তর্পনে,
প্রতীক্ষা করিবেনা কেহ আর
অবয়বখানি দর্শিত হইবেনা
আর কোন দর্পণে।
সাঁঝের বেলায় প্রদীপখানি
প্রজ্জ্বলিত করিবেনা আর কেহ,
সম্বোধন করিবেনা কেহ আর নামটি ধরিয়া
করিবেনা কেহ তেমন করিয়ে আর স্নেহ।
উপবেশন করিবেনা কেহ আসন পাতিয়া
চমকিত করিবেনা কেহ আগের মতোন,
পশ্চাতে রহিলো পড়িয়া সকলই
হৃদয়ের যতো নাবলা কথন।
Subscribe
Login
0 Comments
Oldest