কবিতা আমার ভাষা
কবিতা আমার প্রেমের ভাষা,
জাগ্রত অনুভূতির-ই নাম-
কবিতা আমার প্রতিবাদের ভাষা,
বিদ্রোহী চেতনার-ই নাম।
কবিতা আমার রাগের ভাষা,
অধিকার বোধের-ই নাম।
কবিতা আমার অভিমানের ভাষা,
সুপ্ত আবেগের-ই নাম
কবিতা আমার আস্থার ভাষা,
বিশ্বাস বোধের-ই নাম।
কবিতা আমার আতঙ্কের ভাষা,
আগলে রাখার-ই নাম।
কবিতা আমার সুখের ভাষা,
আনন্দ অনুভবের-ই নাম।
কবিতা আমার শিল্পের ভাষা,
স্বপ্ন ও কল্পনার-ই নাম।
কবিতা আমার সংকল্পের ভাষা,
দায়িত্ববোধের-ই নাম।
কবিতা আমার সাহায্যের ভাষা,
মানবতাবোধের-ই নাম।
কবিতা আমার কষ্টের ভাষা,
দুঃখবোধের-ই নাম।
কবিতা আমার ভয়ের ভাষা,
অনাগত বিপদের-ই নাম।
কবিতা আমার গর্বের ভাষা,
অহঙ্কার বোধ-ই এর নাম।
কবিতা আমার প্রতিশোধের ভাষা,
প্রকাশিত ক্ষোভের-ই নাম
কবিতা আমার জীবন সংগ্রামের ভাষা,
টিকে থাকার-ই নাম।
কবিতা আমার হৃদয়ের ভাষা,
অস্তিত্বের-ই নাম।