কবিতা – স্বপ্নের প্রকারভেদ
স্বপ্নের প্রকারভেদ
,,,,,,, আহমেত কামাল
হারুনের কাছে এলেই_
টাকা, জমির দাগ,খতিয়ান
ছ’তলা
পাঁচতলা বাড়ি, দোকানপাট, হোটেল ব্যবসা, বাইজির
দেহের প্রচ্ছদ,,ইত্যাদি ইত্যাদি
বেশ ভালোই লাগে
হাওয়ার উপর এসব নির্মাণ সামগ্রীর কথা শুনে,,,
আবার অবাকও হই
তবে তেমন কোন উত্তর দেই না,,,
এই ধরো,,,সব মিলিয়ে
চা- চামোচের
এক চামচ কথা তুলে ধরি অনেক কষ্টে,,,
বাসায় ফিরতে ফিরতে কেবলই ভাবি,,,
আমি তো এখনও কিশোর -হারুন
এক কিশোরের
গোলাপের সৌন্দর্য ছাড়া তেমন কিছুরই প্রয়োজন পড়ে না, একটা আকাশ আঁকতে
Subscribe
Login
0 Comments
Oldest