কবিতা
কবিতা, আমি তোমার কাছে যাব
তোমার আর আমাদের মধ্যে দূরত্ব বিস্তর
তুমি এসেছো বারেবারে
উদ্দাম কোন গ্রীষ্মের দুপুরে, সাদা বক ওই রাঙাদীঘি পাড়ে
নিশুতি রাতে হঠাৎই ঘুম ভেঙে যাওয়া কোন পাখির ডাকে, তুমি এসেছো
মৃদু মন্দ বাতাসে মিশে থাকে কাদের ফিসফিস,
মুষ্ঠিবদ্ধ হাত
এখানে সেখানে ধিকিধিকি আগুন, অন্তরালে
তুমি আসো ফিরে ফিরে
কিন্তু আমরা যাইনি
তোমাকে জানার,চেনার চেষ্টা করি নি
বোঝারও না
দুদন্ড বসি নি তোমার পাশে
কবিতা, তোমার কাছে যাব
তোমার দিকে পেছন ফিরে ছিলাম
মুখ ঘুরিয়ে
পাশ কাটিয়ে কত ঋতু অবলীলায়
অথচ তুমি আমাদের কথাই বলতে
আমাদের দুঃখ দুর্দশা বঞ্চনা
নিপীড়নের কথা
দরিদ্র শোষিত মানুষদের কথা
আমাদের অসহায়তার কথা ছড়িয়ে দিতে তুমি
এ মেরু থেকে ও মেরু
কবিতা, তোমার কাছে যাব
তুমি অসুস্থ,শয্যাশায়ী
ভগ্ন শরীর আজ,স্তিমিত হৃদস্পন্দন
শূন্য দৃষ্টি
হে দরিদ্র অসহায় নিপীড়িত শোষিত মানুষেরা
তোমরাও এসো
চলো যাই তার পাশে গিয়ে দাড়াই
কথা বলি
আমি নিশ্চিত
আমাদের স্পর্শে সে সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে
স্বমহিমায় ফিরবে
আমাদের জন্য ব্যাকুল হয়ে উঠবে তার হৃদয়
পুনরায়
আমি নিশ্চিত
দিকে দিকে স্ফুলিঙ্গ ছড়াবে আবার কেউ
অন্যায় অবিচার অত্যাচার –
বন্দুকের নল উঁচিয়ে, বুটের নিচে কন্ঠ দাবিয়ে রাখা শাসকদল –
শুকনো খড়ের মতো জ্বলে-পুড়ে ছাই হবে….
আমি যাব
কবিতা, আমি তোমার কাছে যাব ।।