কবি হওয়া স্বপ্ন
–—md Shamsuddin
কবিতার ছন্দে ছন্দে
ফুটিয়ে তোল সত্যের বাণী।
সত্য লিখিতে করিও না ভয়।
লেখেই করো মানুষের মন জয়।
আমাকে লেখার জন্য মন আর
কলমকে করে দাও উন্মুক্ত।
মন থেকে লিখে যাবো
দুই একটা কবিতা।
পড়বে মানুষ, চিনবে আমাকে।
সত্য লিখলে পাবো সম্মান।
মিথ্যা লিখলে হবো অপমান।
মনকে শীতল করিয়া
সস্তাদে কথা স্বরন করিয়া
লিখবো দুই একটা কবিতা।
সবার মন কে করিবো জয়
পাইবো সবার কাছে ভালোবাসা।
আমি কবিতা পড়তে যতটুকু ভালবাসি।
তার চেয়ে লিখতে বেশি ভালোবাসি।
কবিতা লেখা লেখি করার চিন্তা।
কবিতা লেখিতে লাগবে সময়।
তবুও আমি লেখার চেষ্টা করি কবিতা।
উন্মুক্ত কলম সত্যের হাতিয়ার।
চলবে লেখা চিরকাল…!!