কবি হেলাল হাফিজ
কবিতার দিকে কতটা হেলে পড়লে হেলাল হাফিজ হওয়া যায়?
সীমিত কিছু শব্দ আর পংক্তি দিয়ে বলা বড় দায়।
কী সব পংক্তি লেখেন বাংলাদেশের এই কবি!
এত দিন ভাবিনি এভাবে, ভুলিয়ে ছেড়েছেন তিনি ভবী।
হেলাল অনুভব করেছেন, জলের আগুনও জ্বালায়
এবং জলজ আগুনে পুড়ে কমল হওয়া যায়।
আমার উচ্চারণ তাঁর মতো গভীর হতে কখনো পারবে না
তাই বলে আমার সত্তা তাঁকে অভিবাদন জানাতে ছাড়বে না।
*******************************
হেফাজ হাফিজ এক শক্তিশালী কবি। তিনি বাংলাদেশের মানুষ কিন্তু তাঁর কবিতা পুরো বাঙালি জাতির উজ্জ্বল সম্পদ। এই কবিতার মাধ্যমে পশ্চিমবঙ্গের অতি ক্ষুদ্র কবি শুভশ্রী রায় তাঁর প্রতিভাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।
Subscribe
Login
0 Comments
Oldest