কল্পনার বাইরে
কল্পনার বাইরে আকাশ
দুচোখ জুড়ে মরুভূমি
বুকের ভেতর হিমালয়
পায়ের তলায় মৃত্যু।
তুমি দূরে সরে যায় বারে বারে
হাসি দিয়ে ঈগলের চোখ বন্ধ করে জানালা
বৃষ্টি ভেজা দুপুরের পর কে বাঁধিয়া রাখিবে তাঁরে!
আমি পারি না আটকাতে তাঁরে
সে চলে যায় বহুদূরে
যতটা সম্ভব আলোকরশ্মির আলোর মতো
তবুও খুঁজে পাওয়া যায় না তাঁকে।
Subscribe
Login
0 Comments
Oldest