কাঠবেড়ালি
মা, ওগো মা
শুনেছো কি গো তা?
আমার একটা মোজা
নিয়ে, কাঠবেড়ালি ধাঁ।
এই শীত টা কাটাবো
তবে, কেমনে বলো তা।
এক পায়েতে মোজা
আমার, অন্য পা টা ফাঁ।
দাদু বললো, দুষ্টু ওটা
দুষ্টু, কাঠবেড়ালি
নতুন জোড়া মোজা তোমার
আনবো কাল সকাল ই।
খোকা-র মনটা তাই আজ,
ভীষণ ভীষণ ই খারাপ গো,
কাঠবেড়ালি কি মোজা নিয়ে
ঐ আমগাছটায় পালায় লো।
আড়ি আমার তোমার সাথে
তুমি দুষ্টু একটা বিড়াল ই
মাকে আমি সব বলেছি
পালাও বাছা এবার বিড়াল ই।
মা বললো, হুলো ওটা
ভীষণ দুষ্টু তো, কাঠবেড়ালি
মায়ের লাঠির ভয়ে বেটা
এলাকা ছেড়ে ই পালালি।
Subscribe
Login
0 Comments
Oldest