কারণ আমি মধ্যবিত্ত
“।। কারণ আমি মধ্যবিত্ত সন্তান ।।”
আমি জানি আমি খারাপ
আমি এমনি ভালো ।
আমি জানি আমি স্বার্থপর
কারণ অসহায়কে সাহায্য করতে পারি না
কিন্তু; কি করবো বলো
আমি যে মধ্যবিত্ত সন্তান ।
হাজারো স্বপ্ন চোখের সামনে ভেসে ওঠে
হাত বাড়ালেই হাওয়াতে মিলিয়ে যায় ।
আমি জানি আমি লোভী
যা-পাই তা-ই নিতে হয়
নিজের জন্য নয়; পরিবারের স্বার্থে
কিন্তু; কি করবো বলো
আমি যে মধ্যবিত্ত সন্তান ।
মুখে হাসি রেখেও হাসতে পারি না
পরিস্থিতির কথা মনে পরলে হাঁসি থেমে যায় ।
কোনো প্রিয় জিনিস যখন কিনতে ইচ্ছা করে,
তখন সেটার দাম শুনেই আর কিনতে ইচ্ছা করে না ।
কিন্তু; কি করবো বলো
আমি যে মধ্যবিত্ত সন্তান ।
— সনত রায়