কারারুদ্ধ জিন্দিগি
অত্যাচারী,
গ্রহণকারী,
বাকরুদ্ধ নির্বুদ্ধিতা!
দ্রষ্টা হলেও সমান পাপ।
স্বৈরাচারী,
শিকল বেড়ি,
কারারুদ্ধ সহজলভ্য!
এ তো ঐ পাপের তাপ।
প্রভুভক্তি ভীষণ গুণ
ন্যায়নীতির উপেক্ষা।
চাটুকারিতার পাণ্ডিত্য
জপ করলেই রক্ষা।
রক্ত আমার শীতলপাটি
চোখ থাকিতে অন্ধ।
চিত্তে বসা নাড়ীর টান
বিদ্রোহের পথ বন্ধ।
এখন আমি মৃত্যু চাই
না হয় দৃঢ় হিংস্র হবো।
নাকের ডগায় জল উঠেছে
বিষের বীণায় টোকা দিব।
Subscribe
Login
0 Comments
Oldest