কালনাগিনী
তুমি কে ?
তুমি লোহার বাসরে প্রবেশ করো
কালনাগিনীর মতো ।
তুমি প্রবেশ করো সেখানে,
যেখানে চলে ভারত পাকিস্তানের যুদ্ধ ।
তুমি প্রবেশ করো সেখানে,
যেখানে পানীয় জল শুদ্ধ ।
তুমি ঘুষ দিয়ে প্রবেশ করো
সরকারি অফিসারের চেয়ারে ।
বাজারে আসে জাল ওষুধ,
সেখানেও তুমি শেয়ারে।
তুমি সুনামীর মতো ধেয়ে আসো
রুখতে পারে না কেউ ।
তুমি স্কুলের মধ্যে প্রবেশ করো
ছড়িয়ে দাও বিষ
মিড ডে মিলের থালাতেও ।
হে রাজনীতি;
তুমি হরিণের এলাকায় প্রবেশ করো হিংস্র বাঘিনীর মতো ।
হ্যাঁ তুমিই ,
তুমিই প্রবেশ করো লোহার বাসরে
কালনাগিনীর মতো ।।।
Subscribe
Login
0 Comments
Oldest