এখন সময়, নতজানু হয়ে বসবার

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এখন সময়, নতজানু হয়ে বসবার,
এখন সময় তবে, নতশির,
সুগভীর,
অনুতাপে বিদীর্ণ হৃদয়
যদি নিদারুণ যন্ত্রণায়, থরোথরো কাঁপে
তার কাছে ক্ষমাভিক্ষার।
লোভে পড়ে, নাবালক হৃদয় আমার,
কসাই বাজারে,
এক মুঠো ভালোবাসা চেয়ে
মোহে পড়ে
বিকিয়ে দিয়েছি আমি পাকেচক্রে, কানাকড়ি দরে।

নিরর্থক লোভে, শানিত ছুরিকা তীক্ষ্ণধার,
অনিবার,
বিক্ষত করেছে তোকে,
বিপন্ন বালক হৃদয়,
ব্যাথাতুর মুক অভিমান,
আমার লুকোনো খাতে
বিনষ্ট অশ্রু হয়ে বয়,
এখন বিনিদ্র রাত,
স্তম্ভিত তারারা জেগে রয়।
এখন সময় তবে, মৌন দুখে ক্ষমা চাইবার,
সামনে সুদীর্ঘ রাত,
বালক হৃদয় তোকে,
বুকে বেঁধে পথ চলবার!

0

Publication author

offline 4 days

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 27Publics: 62Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে