কালনাগিনী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি কে ?
তুমি লোহার বাসরে প্রবেশ করো
কালনাগিনীর মতো ।
তুমি প্রবেশ করো সেখানে,
যেখানে চলে ভারত পাকিস্তানের যুদ্ধ ।
তুমি প্রবেশ করো সেখানে,
যেখানে পানীয় জল শুদ্ধ  ।
তুমি  ঘুষ দিয়ে প্রবেশ করো
সরকারি অফিসারের চেয়ারে ।
বাজারে আসে জাল ওষুধ,
সেখানেও তুমি শেয়ারে।
তুমি সুনামীর মতো ধেয়ে আসো
রুখতে পারে না কেউ ।
তুমি স্কুলের মধ্যে প্রবেশ করো
ছড়িয়ে দাও বিষ
মিড ডে মিলের থালাতেও  ।

হে রাজনীতি;

তুমি হরিণের এলাকায় প্রবেশ করো হিংস্র বাঘিনীর মতো ।

হ্যাঁ তুমিই ,
তুমিই প্রবেশ করো লোহার বাসরে
কালনাগিনীর মতো ।।।

0

Publication author

0
বাড়ি বাঁকুড়া জেলার বীরসিংহ গ্রামে পিতা সাধন গরাই মাতা পূর্ণিমা গরাই দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণীতে পড়াশোনার ইতি হয় নিরবে কবিতা লেখা ও আবৃত্তির নেশা এবং কলু সম্প্রদায়ের মানুষ হলেও পেশায় একজন তাঁত শিল্পী এবং তার পাশাপাশি কবিতা লেখা ও আবৃত্তি
Comments: 0Publics: 2Registration: 21-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে