কিংবা তোমার স্মৃতি
এই মনের মাঝে মৌন মিছিল
হায় নগ্ন আর কাটা,
প্রেম হলো অভিশাপ অবহেলা
শিউরে ওঠে গা’টা ।
সেযে ভাঙা কাঁচে নগ্ন পায়ে হাঁটা
বেদনা বিধুর কি যে,
তোমার জন্য কত কিছু করেছি
এই অধম আমি যে।
আমার মনে এলে সুর ভেসে যায়
এ পোড়া প্রাণে শুধু,
যেন যায় ঢেকে যায় বুকের ক্ষত
এযে মরুর বালু ধুধু।
তোর জন্যে এখন আমি বিশ্বজুড়ে
পাই আবহমান প্রীতি,
যায় কি ভোলা তোমার দেনা কভু
কিংবা তোমার স্মৃতি?
Subscribe
Login
0 Comments
Oldest