কিছু কিছু
কিছু কিছু কবিতা আর কিছু কিছু কথা
হৃদয়ের গভীরে দাগ কেটে যায়
যা পরিমাপ করলে দাঁড়াবে টেমস নদীর চেয়েও দীর্ঘ
সাহারা মরুভূমির বালির উষ্ণ প্রহরে
লিখেছি সেইসব কবিতা, যেসব কবিতা বহু জন্ম আগে জীবন্ত হয়েছিল আমার হৃদয়ের কারাগারে।
এখন সময় খুবই বাড় বাড়ন্তের পথে
চেনা শহর সবই অচেনা হয়ে যায়
বদলে যায় স্মৃতির দেওয়াল , সে দূরে যায় চলে
কিছু নয় তবুও আমার না থাকা জুড়ে রয়ে যাবে বহুকিছু , তাঁর অভাবের মানচিত্রের রেখা পেতে।
Subscribe
Login
0 Comments
Oldest