প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঝিনুক রতন

তোমার কথায় তোমার ছবি মধ্যরাতে আঁকতে বসি
মুগ্ধ কর ওই এলো চুলে সাজাব তাই জোনাকিদের ডাকতে বসি
তোমার কথায় তোমার ছবি আঁকতে বসি
কিন্তু একি তখন দেখি বিষন্নতায় মুখখানা ভার মন খারাপে
বুক মুখ আর হৃদয় তোমার পুড়ছে যেন মনরই এক উষ্ণ তাপে
পালিয়ে আসি ছাদের উপর চাঁদের আলোয়
নীরব ভাবে
মন বলছে মেসের ছাদে দাঁড়াও যদি আমায় তুমি দেখতে পাবে
বুঝবে তুমি হারিয়ে গেছে লুকোনো সব মনের ব্যমো
দক্ষিণা সে শীতল হাওয়ায় হাত বাড়িয়ে আরো যদি একটু নামো
আসবে দেখো শীতল শীতল ফুলের ঘ্রাণে রাজার পরি
ঠোঁটের ওপর ঠোঁট আঁকি ,আর আঙুল থেকে হাত ধরি
চলনা এক পার্কে বসি হাত ধরে আজ অন্য কোথায়
তোমার কাঁধে মাথা রাখি জেগে থাকি তোমার কথায়
কেউ জানে না কোথায় আমরা বাঁধছি বাসা
মনের ভেতর শিরায় বাধা সে ঘর খাসা
সে ঘরের দুই কারিগর আমরা যেন বাবুই পাখি
কৃষ্ণপক্ষ জীবন কাটে গাছের পাতায় রাত জোনাকি
মাতলা বুকে ঘুমিয়ে পড়ুক কয়েকশো বোট
সুন্দরী গাছ দেখতে দেখতে হোক না বুড়ো অশ্বত্থ বট
জোয়ার এসে জোয়ার নামুক তোমার আকাশ জুড়ে কালো চুলে
আমরা তখন ঘুমিয়ে গেছি ভেজা বোটে নদীর বুকে নোনা জলে
মেসের থেকে পালিয়ে গেছো মুখে মুখে রটল খবর
তছনছ করে খুঁজতে খুঁজতে ভাঙতে ভাঙতে গোটা শহর
হন্নে হবে গোটা শহর কলকাতার ওই থানা পুলিশ
আমরা তখন লোক আড়ালে ছিড়ছি কাঁথা বালিশ
আমরা শুধু বেঁচে আছি প্রেমের আলিঙ্গন
তোমায় বুকে মনের সুখে জড়িয়ে ধরি ,এ সম্পর্কের নাম রেখেছো ঝিনুক রতন ।।

…….@চিরঞ্জিৎ

0

Publication author

1
আমার নাম চিরঞ্জিৎ রায় ছদ্ম নাম সহজ বন্দোপাধ্যায় বাড়ি ক্যানিং জেলা দক্ষিণ ২৪পরগনা 743376 ফোন 8116281682(wp) Email [email protected]
Comments: 0Publics: 9Registration: 08-08-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে