কিছু টের পাচ্ছো
আমার
বাহু ধরো
কিছু টের পাচ্ছো
আমি পাচ্ছি আমার ভিতরে,
রক্তের শিরায় বইছে অজানা শিহরণ;
মনে হচ্ছে আবেগী বাঙালির মুক্তির জাগরণ।
এবার
বক্ষে এসো
কিছু টের পাচ্ছো
আমি পাচ্ছি আমার ভিতরে,
হৃদয়ের কোণে ধড়ফড় ধড়ফড় কম্পন;
মনে হচ্ছে হিরোশিমার এটম বোমার বিস্ফোরণ।
এবার
চক্ষু বুজো
কিছু টের পাচ্ছো
আমি পাচ্ছি আমার ভিতরে,
উষ্ণ অনুভূতি বৃষ্টির মতো ঝরছে;
মনে হচ্ছে টুইন টাওয়ার ধ্বসে পড়ছে।
এবার
চুম্বন করো
কিছু টের পাচ্ছো
আমি পাচ্ছি আমার ভিতরে,
সর্বাঙ্গ পুড়ছে স্বর্গীয় সুখের অনলে;
মনে হচ্ছে তলিয়ে যাচ্ছি সাগরের অতলে।
Subscribe
Login
0 Comments
Oldest