শিল্পী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

শিল্পী 

শিল্পী মেয়েটার নাম 

বড় লক্ষী মেয়ে 

তোমরা কি দেখেছ তাকে কোথাও? 

বয়স চোদ্দ কি পনেরো হবে 

সালোয়ার কামিজ পড়ত, দুই বিনুনি করতো চুলে 

আমার বাড়িতে কাজ করেছিল কদিন 

যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি তার স্বভাব 

তোমরা কি দেখেছ কোথাও তাকে ? 

আজ কদিন হলো মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না 

ওর মাকে জিজ্ঞেস করলে মুখ বেঁকায় 

বলে, ‘ভেগেচে কোতাও ! 

ও পাড়ার রমেন মিসতিরির ছেলের সাতে ঘুরতে দেকেচি দুবার 

একবার বকেছি একবার পিটেচি 

পালিয়েচে সেটার সাতে হয়ত ‘ 

ওর বাবাকে জিজ্ঞেস করলে মাথা চুলকায় 

শিল্পী 

শিল্পী নাম মেয়েটার 

ভারী ভাল মেয়ে পড়াশুনাও করেছে কিছু 

এইট পাশ 

খুব সুন্দর মাটির পুতুল বানাতে পারতো 

আঁকার হাত ছিল ভালো 

নতুন কিছু একটা করলে, আমাকে দেখাতে আসতো 

তোমরা কি দেখেছ কেউ কোথাও? 

পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করলে অবাক হয় 

বলে, কে শিল্পী ? 

সত্যিই তো, একটা কাজের মেয়ের খবর কেই বা রাখে? 

আচ্ছা, ও কি সত্যিই চলে গেছে কোন ছেলের হাত ধরে? 

ওই রমেন মিস্ত্রীর ছেলের হাত ধরে 

যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছিল 

দুরন্ত অভিলাষে ছুটে গেছে কি তারই কাছে, 

ভোরের শিশির সিক্ত পবিত্র ফুলের মতো 

একটা সংসার পাবার আশায়, 

ছুটে গেছে কি সেখানে? 

নাকি অন্যকিছু 

রাস্তায় কোন গাড়ি দুর্ঘটনায় শেষ হয়ে গেল না তো মেয়েটা! 

বেওয়াড়িশ লাশ হিসেবে পড়ে আছে মর্গে 

আরও কিছুদিন থাকবে ওভাবে 

তারপর একসময় একসঙ্গে 

আর পাঁচটা শবদেহের সাথে পুড়ে ছাই হবে…. 

কি যে হলো মেয়েটার, কে জানে ? 

আজ কদিন ধরে মেয়েটার কোন খবর নেই 

কোন শয়তানের খপ্পরে পড়ে নি তো, টেনে নিয়ে গেছে

জঙ্গলে 

ঘোর অমাবস্যায় নির্জন কোন মাঠে 

বন্ধ হয়ে পড়ে থাকা কোন ভগ্ন কারখানার জমাট ঠান্ডা অন্ধকারে 

এমনও হতে পারে – 

রাত্রি বারটায় কোন বড় রাস্তার ধারে দাড়িয়ে সে একা 

স্ট্রিট লাইটের নিচে 

ঠোঁটে লিপস্টিক জিনসের প্যান্ট একটা লালরঙা টপ…. 

ভ্যানিটি ব্যাগ কাঁধে চলে যাই নি তো 

কোন অচেনা অজানা লোকের গাড়িতে বসে 

বাবুর কোন গোপন ডেরায়…. 

না না, ছি ছি, এসব কি ভাবছি আমি ! 

এমন ভাল মেয়ের খারাপ কিছু হতেই পারে না 

শিল্পী 

মেয়েটার নাম 

ভারী মিষ্টি মেয়ে 

রাস্তায় দেখা হলেই এক গাল হেসে প্রনাম করতো 

সেবারে সামনের রাস্তাটা পীচ হবে বলে খোয়া ফেলেছিল 

আমার হাঁটতে অসুবিধা হবে ভেবে, কোথা থেকে এসে 

ধরে ধরে পৌঁছে দিয়েছিল বাড়ি পর্যন্ত 

কেমন যে আছে মেয়েটা 

আষাঢ়ে মেঘ জমেছে মাথার উপর, ঝোড়ো বাতাস ঠেলে দিচ্ছে দূরে 

ফিরে আসছে মেঘ, ঢেকে দিচ্ছে চাঁদটাকে আবার 

বৃষ্টি হয়েছে…. বৃষ্টি আরও হবে…. 

আরেকটু তাড়াতাড়ি হাঁটি…. 

কি যে হলো? 

মেয়েটাকে দেখি না আজ কতদিন 

তাকে কি তোমরা দেখেছ, কেউ কোথাও? 

কোন সন্ধান দিতে পারবে মেয়েটার 

“নাম শিল্পী ওরাও 

মাঝারি উচ্চতা, গায়ের রঙ কালো 

কপালের ডানদিকে একটা কাটা দাগ আছে ।” 

0

Publication author

offline 4 years

Subrata bhattacharjee

0
Subrata bhattacharjee
Comments: 0Publics: 19Registration: 29-09-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে