কী নামে ডাকবো তোমায়?
কী নামে ডাকবো তোমায়?
নীলিমা নাকি অপরাজিতা,
তোমার সাক্ষাতে তৃপ্তি মেটে না
তাই তো ভাবি,
কী নামে ডাকবো তোমায়?
ভেবে পাই না সাড়া,
হয়ে উঠি দিশেহারা।
কী নামে ডাকবো তোমায়?
মোনালিসা নাকি অনামিকা,
ধরনীর বুকে সর্বশ্রেষ্ঠ রূপসী তুমি
লজ্জা সব ভুলে,
গান ধরি তোমার সুরে।
কী নামে ডাকবো তোমায়?
পার্বতী নাকি অনুপমা,
যৌবনের ঘরে ক্লান্ত দুপুরে
ঐ চাঁদ মুখ খানা ডাকে ইশারায়,
জোনাকির আলোতে মুক্তা ঝরে
ঐ হাসিতে।
কী নামে ডাকবো তোমায়?
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest