কুকুরের ভাগ
অরণ্য মজিদ
বাড্ডার মোড়ে মোড়ে
কুকুরের আড্ডা।
চুপ করে যাও কে
দেখি তোমার ব্যাগটা?
আরে আরে করো কী,
ভুল করে ধরো কী?
ভুল নয়, ভুল নয়,
টোল নয়, টোল নয়।
সারারাত জেগে জেগে
জোরে গলা হেঁকে হেঁকে
পাহারা দি দেশটা।
বোবা চোখে কেন চাও
আরে বাবা দিয়ে যাও
আমাদের ভাগটা।
গোস্তের গন্ধ
লাগেনাতো মন্দ
দেরি হলে বাড়ে শুধু রাগটা।
দিয়ে দাও, বাড়ি যাও
নয়তোবা জোর করে
কেড়ে নেবো ব্যাগটা।
Subscribe
Login
0 Comments
Oldest