কুলবঁধু
কুলবঁধু
হাকিকুর রহমান
গাঁয়ের বাঁকেতে হেঁটে যায় কুলবঁধু,
কত যে মায়ার অন্তর তার
তবু জীবনটা কেন মরুভূমি ধুধু।
ভরা আশ্বিনে, ভরা কার্তিকে
চারিদিকে ফোটে ফুল
ভরা বরষায়, চারিদিকে ঘিরে
লীলায়িত নদীকুল।
ওদিকে দেখনি, লাজবতী বৌ
দু’বেলা উপোষে ধুঁকে,
ঘরের মায়ায় কাতর হিয়া
কত যে বাসনা বুকে।
তবুও সেথায় দুরু দুরু চোখে
ভিটাকে ঘিরে সে রাখে,
স্বামী সোহাগী হয়ে যে সেথায়
আঁচল দিয়ে সবই ঢাঁকে।
Subscribe
Login
0 Comments
Oldest