কূটনৈতিক
তোমার আমার মাঝে এক হিমালয় দেওয়াল।
পাথর তবে, পাথর নয় ঠিক…
যেন ধূর্ত শেয়াল।
সময় বুঝে টপকানো হয়,
কখনও লুকোনো হয় মুখ,
এই শর্তেই ভাগ বাটোয়ারা হয়েছে আজকে সুখ।
তোমার আমার মাঝে এক প্রশান্ত ঢেউ।
সাঁতার মানেই বিপদ সেথায়,
ধরার নেইতো কেউ।
ডুবসাঁতারের কৌশলেতে
ভাসিয়ে নিজের ধর্ম ও কূল,
উল্টো ধারার স্রোতের টানে আমরাই অনুকূল।
তোমার আমার মাঝে এক মরুসাহারা বালি…
খেজুর বাগান চাষ আমাদের,
সবার মরীচিকা খালি।
জীবন এখন চরম ব্যাপ্তি ছুঁয়ে
সকলই কেবল করছে আগ্রাসন…
তাদের, যাদের কথা রাখার ভার নিয়েছিল মন।
তোমার আমার মাঝে এক আমাজন জঙ্গল…
বনবাদাড়ের আনাচ কানাচে
থাকে লুকিয়ে অমঙ্গল।
আর সূর্য সেথা ঢুকবে না হায়,
জ্বলে আলো খালি উপর পানে…
মাটির মানুষ মাটিই হবে, শুধু মোদের আকাশ টানে।