কেউ একজন- আগমেত কামাল
কেউ একজন
আহমেত কামাল
বিজনে কেউএকজন এসেছিলেন
প্রেম কিংবা আলোর সমাহার নিয়ে।
আমি বুঝতেই পারিনি প্রেমের বর্গ
ভাঙলে কী কী ধরা পড়ে আয়নায়!
সেবার নির্বিকার হলাম হাওয়াহীন
বৃক্ষের মতো শূন্যতা গোপন করে।
কন্ঠনালিতে আটকে থাকা,কথারা দেখা
পাইনি, জলের শরীর কিংবা জলদাগ।
আয়নায় উঠে আসে বিগত হতাহত
এখনও, ট্রামরাস্তার হুইসেল নিয়ে।
,,,
Subscribe
Login
0 Comments
Oldest