কেন এমন হয়?
কেন এমন হয়
বলতে পার সীমা?
নিজের অর্থহীন অস্তিত্ব
অস্বীকার করার,
নিষ্ঠূর খেলার
কই সেই মাত্রা?
মোহাবিষ্ঠ জীবনের
অন্তঃসারশুন্য যাত্রা।
কাল যা ছিল
তোমার কাছে কাব্য
আজ আমার কাছে
তা কেবলই কৌতুক।
কাল তোমার কাছে
যা ছিল সামান্য উপহার
আজ আমার কাছে
তা শুধুই যৌতুক।
কাল যা ছিল
তোমার কাছে দ্রোহ,
আজ তা আমার কাছে
রুদ্র বীণা।
কাল যা ছিল
তোমার কাছে প্রেম, মোহ
আজ আমার কাছে
তা বহ্নিশিখা, বিদ্রোহ।
Subscribe
Login
0 Comments
Oldest